তুমি অন্ধকারে আছো। আলোর সফেনে ফিরে আসাই একমাত্র কাম্য।
কারণ তুমি ক্ষতির সন্মুখীন। তবে, বিপদ যত বড়ই হোক- চিরস্থায়ী নয়।
নেশা তোমাকে সমাজ চ্যূত করে। মারাত্মক ঘোরে আছো।
মাথায় বিল্ডিং ঠেলো। সূর্যালো থাকলেও তুমি বহু দূরে...
তুমি কল্পলোকে বাস করো। ছেঁড়া জামায় স্বর্ণের বোতাম দিয়েছো।
গিরিখাদে পথ দেখো। পাহাড়ের বাঁকে কেউ হারিয়ে যায় কী?
ঝর্ণা খুঁজে নাও। আত্মাকে পবিত্র রাখো। তুমি স্বপ্নের মানুষ।
স্বচ্ছ প্রেমিক বিশ্বাসে স্থির।
তোমার হাতের স্পর্শ। নতুন ঋতুর বীজরোপিত হবে।
তখনই, নড়ে উঠবে সকালের হিরক শিশির।