গহীন বনের পরিচিত বৃক্ষ সব
কিছু আগাছা সৌন্দর্য নষ্ট করে।
চিরুনী অভিযানে পরিপাটি রাখে-
রাজর্ষি হিমালয়ের তির্জক দৃষ্টি নয় কী?
দক্ষিণ বায়ুর দূরন্ত সাহস-
চুলগুলো এলোমেলো করে দেয়।
আগুনে পুড়িয়ে লোহা চেন - মেজাজে মানুষ।
তোমার কুটিরে বর্শা ও ঢাল শোভা নয় কী?