রসের হাঁড়ি থাকবে যখন
গাঁয়ের খেজুর গাছে
আমার চিঠি পৌঁছবে মাগো
তখন তোমার কাছে।
রসের পিঠে তৈয়ার  করে
আমায় ভেবেই জানি
অঝোর ধারায় বইছে বুঝি
তোমার চোখের পানি।
জীবন যুদ্ধে লড়তে গিয়ে
হয়েছি খেওয়া পাড়
আমায় ভেবে শরীর খারাপ
করেছ কি আরবার?
আমার জন্যে রসে-মিঠাই
রেখো ছিকার হাড়িতে
ফাগুন মাসে পেলেই ছুটি
আসবই দেখো বাড়িতে।