সুউচ্চ মিনার। বিশ্বের প্রতিযোগিতা।
সূর্যের হাতছানি। মেঘের মিতালি শেষ করে আরও উঁচুতে অবস্থান।
তবু চলে নিজেদের মধ্যে গুমোট লড়াই।
বহু ছায়া চিত্রের জন্ম দেয় কী?
নিজেদের রাজকীয়তার অহংকারে পুড়ছে।
ভাবতে পারে না কেনো তারা সূর্যের দিকে এতটা উড্ডিন।
বাকী সব নিমজ্জিত অন্ধকারে।
সূর্যালোর সাথে ওরা সব কিছু দেখে নেয়।
ওরা মহাকাশে ওড়ে ধূসর পাখনায় ।
পৃথিবীর কান্নাগুলো হতভম্ব করে। বোধের অন্যায়।
চোখ থাকলে দেখা যেতো- ওদেরও আছে হাসি-কান্না
ঝলমল প্রহর কাঁটানো অন্যরকম বিষন্নতা।