জাপানি আদলে বাংলা হাইকু- ৪

জাপানি আদলে বাংলা হাইকু- ৪
কবি
প্রকাশনী প্রত্যাশা
প্রচ্ছদ শিল্পী আলম আর্ট, ভোলা।
স্বত্ব লেখক
প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০২০
বিক্রয় মূল্য ২০০

সংক্ষিপ্ত বর্ণনা

পৃথিবীর ক্ষুদ্রতম কবিতা। যা ৫-৭-৫ সিলেবলে সাজানো।

ভূমিকা

হাইকু সম্পর্কে পূর্বের বইগুলোতে বিস্তারিত লেখা রয়েছে। এ সম্পর্কে অনলাইনে অনেক গুণিব্যক্তির বিশদ আলোচনা রয়েছে। সেগুলো পাঠে অবশ্যই পরিপক্কতা অর্জনে সক্ষম হবে বলে মনে করি। ‘হাইকু কেবল একটি সাময়িক শখের বিষয় নয়, এটি একটি অধ্যবসায় এবং নিরন্তর চর্চা। যার পেছনে রয়েছে গভীর মনোনিবেশ এবং প্রকৃতির সঙ্গে অন্তরঙ্গ সংলাপ। দৈনন্দিন জীবনের বড় ছোট ঘটনার পাশাপাশি প্রকৃতির সংস্পর্শে এসে যে আকস্মিক এবং সাধারণ অনুভূতির সঞ্চার হয় তাই-ই হয়ে ওঠে অসামান্য অনুভূতির উৎস। আপাতসরল অর্থের পেছনে প্রচ্ছন্ন থাকে জীবন, প্রকৃতি ও বিশ্বমন্ডল সম্পর্কে গভীর উপলব্ধি। এর ফলে হাইকুতে প্রকৃতিপ্রেম, আধ্যাত্মিকতা এবং দার্শনিকতা মিলেমিশে একাকার হয়ে যায়। হাইকুর বিভিন্ন পরতে অর্থের যে-বিভিন্নতা তার মধ্যে ঐক্যসূত্র থাকে, যার জন্য একটি পরতের অর্থ থেকে পরবর্তী পরতের অর্থের দিকে যাত্রা হয় সহজ ও স্বাভাবিক। এদিক দিয়ে বিবেচনা করলে হাইকুর অর্থোদ্ধার ধ্যানের পর্যায়ে পড়ে। এই ধ্যান মানুষকে বিবাগী করে না, জীবন ও জগৎ সম্পর্কে নতুন উপলব্ধির ভিত্তিতে মানসিক প্রশান্তি এনে দেয়। এই প্রশান্তিকেই বলা হয়েছে হাইকু অভিজ্ঞতা যা হাইকু মানসিকতার সৃষ্টি।’

সময়ের সঙ্গে হাইকুরও পরিবর্তন হয়েছে। আধুনিক জীবনের জটিলতা এর মধ্যে এখন প্রতিফলিত। হাইকু কেবল প্রকৃতির অবলোকন ও পর্যবেক্ষণ শুধু নয় বরং সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই সৌন্দর্য উপলব্ধি বটে। আধুনিক জীবন যতই ব্যাপ্তি পেয়েছে অভিজ্ঞতার পরিধি ও চরিত্রও প্রসার লাভ করেছে অনেক। মানুষের সংবেদনশীলতার সীমা বিস্তৃত হওয়ার পাশাপাশি হাইকুর মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা, দৃশ্য ও কল্পনা ধারণের সম্ভাবনার বৃদ্ধি ঘটেছে। আধুনিক জীবনের সঙ্গে সংগতি রেখে হাইকুও আধুনিক হয়েছে। তবে হাইকু লেখার পদ্ধতি, অন্তর্নিহিত সৌন্দর্যবোধ এবং অগভীর অর্থময়তা এখনো অপরিবর্তিত রয়েছে। এ সকল ভিত্তির সংশোধন করা উচিত বলে জ্ঞানী ব্যক্তিরা দাবী করেন।

পরিশেষে বলবো পূর্বের বইগুলোতে ছন্দের ব্যাপারে আমি অক্ষরবৃত্ত ছন্দ ব্যবহার করেছি। এ বইতেও তাই। আর হাইকু লেখার শর্ত মেনেই ৫-৭-৫ মাত্রায় লিখার চেষ্টা করেছি মাত্র। তবে আমি মনে করি হাইকু লেখার পদ্ধতি মেনে বাংলা ভাষায়ও হাইকু লেখা সম্ভব। ইনশাআল্লাহ পরবর্তীতে যাতে বেশী বেশী করে আরও যথার্থ হাইকু লিথতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

উৎসর্গ

জন্মদাতা বাবা ও গর্ভধারিণী মাকে-