যা রাতের আঁধারকে লুকিয়ে রাখে
চেনা অপরূপ- চাঁদের হাসির
আলোকিত কর পুরনো প্রাসাদ।
কুয়াশার আচ্ছাদন ভেদ করে
প্রকাশ পায় সূর্যের আলো।
কঠিন ব্যবসা নিয়ে মাতামাতি-
যা বর্বরতার আরেক বিজ্ঞান।
বাইরের প্রকৃতি বড় অসহায়!
আজ চেনা বৃক্ষটি অচেনা।
মুষল ধারায় বৃষ্টি- বন্ধু তুমি ছাতা তুলে ধর।