তালপত্রের পদক্ষেপ গুণে গুণে সদর্থক মুক্ত চিন্তা
সবুজ পাতার কম্পনে ঠিকানা খুঁজে পাই
বারুদ রক্তের অংকণে চিত্রণ সোনার হরিণ
আকাশের অসীম সীমায় একটি নক্ষত্র বিন্দু আঁকা হলো
ভালবেসে বন্ধু প্রিয় আগুনকে করেছ সহনীয় মৃত্যুর স্মারক
আলিঙ্গণ করে বুকের পাথরে নাম লিখেছিলে
স্বপ্নের কোঁঠরে আঁকা বাংলাদেশ।
এ নাম হাজার বছরের ইতিহাসে নাভিশ্বাস আয়োজন
কোল থেকে বাংলা ভাষা যেন পলাতক যাদুঘর
প্রাণের রশ্মিতে গাঁথা কিছু লিপি অলংকার
ক্রমে ক্রমে আবেগ উচ্ছাস জেগে ভাষার আগ্রাসী।
তুমি কখনও শান্ত নদী কখনও ক্ষুদ্ধ তরবারি
এক দুই তিন ঝড়ঝঞ্জা অতিক্রমে মহত উদার
তুমি স্বপ্ননীল প্রত্যাশার দৃঢ় প্রত্যয়ী বিভাগী
তুমি ভালবেসে চিনেছ আপন সহচর
তুমি রক্ত ঋণের নৈতিক সাহসিকতার প্রতিদান
রক্তের পলাশে সূর্যের আলোক ঝিকিমিকি
লাল সবুজ পতাকা বাংলাদেশ।