এক ফালি চাঁদ বৃক্ষের টেবিলে
শিসার মতই ভারি স্বপ্নশিলা
মানচিত্র জুড়ে যশমান
ছায়াদের অবিরাম উৎসবে নড়ে ওঠে 'জাতীয় মঙ্গল'
স্থায়ী বাসা বাঁধে মন মন্দিরায়।
এখানেই শিল্পীত ছন্দে অমল আলোর চিত্রণ
এ জীবনকে পূণঃ মূদ্রণ করা যায়
নদী শাস্ত্রে লেখা থাকে জন্মকথা
জাগরণী সুরে সময়ের কোলে দোলে প্রথম সঙ্গীত
তারপর পরিচয়....উপাত্তের আবাসন
আকাশের তারাগুলো গ্রথিত কম্পোজ হয়ে জ্বলে
মৌমাছি উড়ে গেলে...
মৌচাকে মোম থেকে যায়।