পৃথিবীর পাহাড়-সাগর জলবায়ু মহাকাশ এবং প্রাণের অস্তিত্ব
চিত্রণ অদৃশ্য অলংকারে তুমি এক বিচিত্র বিস্ময়
জাগতিক প্রেমের আকর।

তোমার মহান কর্মে...অংকণে অপূর্ণ নেই এক কণাবীজ
সুন্দর সৃজনে ত্রুটিহীন আধৃত শৈল্পিক
প্রেমের বিকারে সবার উপরে ঠাঁই দিলে নূরের হাবিব
খলিলকে দিয়েছো অপার মহীমা.. আগুনকে করেছ কোমল
মূসাকে নূরের ত্যাজে গড়েছ পাহাড় তূর... মিরাকল।

রূপের সাগরে হাবুডুবু খায় কতজনা কত
পথের দিশারী সর্বশ্রেষ্ঠ পবিত্র কুরআন যেন তীক্ষ্ম তীর ধ্রুব
দিয়েছ করুণা.. মহাবৈশ্বিক সরল জ্যামিতিক সমাধান।

তোমার মহিমা তুমি। প্রকাশের অপারগ।

তাই আজ অধমের অহংকার যাতাকলে পিষে চুর্ণ চুর্ণে
এক কণা বিন্দু ছাই নূরের ঝর্ণায় ধুয়েই পবিত্রতায়
তোমার কুরসির পায়ের তলায় দিও এতটুকু স্থান।