একটি চুম্বন এনে দিতে পারে অনন্ত কালের শান্তি।
যা সারাজীবনের তৃষ্ণাও মেটাতে পারে।
প্রেমে বাসা বাঁধতে পারে বন্ধনের
তখন নাড়ীর টান অনুভব কর
হৃদয় গভীরে।
বাক্য যখনই নিরর্থক... সুদীর্ঘ চুম্বন
অনন্ত কালের স্মৃতি বটে।
মধু নেই, চিনি নেই তবু তৃপ্তির ঢেকুর।
তোমাকে তোমার ঘরকে স্থির রাখে।
হৃদয় জয়ের ভিত্তি।
তবে নিঃস্বাসে বিশ্বাস নেই। কিসের তারনায় ব্যাকুল?