ওদের কে ভুলে গিয়েছে সবাই,
ওরা এখন আর আলোচনার বস্তু নয়!
সেদিন এসেছিল জানোয়ারেরা দলে দলে,
মনুষত্বকে পিষে ফেলেছে পদতলে;
যত বিদ্রোহী, সংগ্রামী মানুষগুলো,
ওদেরকে তুলে নিয়ে গেছে মিলিটারী জিপে,
হয়ত ফেলে এসেছে কোন এক মৃত্যুকূপে!
ওখানে সবাইকে ওরা চুপ করে বাঁচতে বলে,
কোন কথা নয়,
নয় কোন প্রতিবাদ!
তবু ঐ কারাগারসম বদ্ধ শহরে-
বার বার আন্দোলন দানা বাঁধে,
শিশু, যুবক আর বৃদ্ধ-
মন সবারই স্বাধীনতার তরে কাঁদে।
পৃথিবীর মানুষ ভুলে গেছে ওদের,
রেখে এসেছে এক অদ্ভুত কারাগারে,
সেখানে হায়নার দল পাহারা দেয় দিনরাত,
আর উদ্ভট সব আইনের খেলা হয়!
মানচিত্র ছিন্ন করে ওরা বনিয়েছে এ গারদ-
চারিদিক ঘিরে দিয়েছে কাঁটাতারের বেড়ায়
কিন্তু মস্ত একটা ভুল করেছে হায়েনার দলটা-
আকাশটা খোলা রেখেছে!
উচিৎ হয়নি!
ঐ মুক্ত আকাশ দেখে-
ওদের মনে স্বাধীন হবার ইচ্ছে জাগে,
সুযোগ পেলেই ওরা পা বাড়ায় স্বাধীনতার পথে।
ওরা রাজ্যহীন, দেশহীন, মানচিত্রহীন মুক্ত বিহঙ্গ-
মুক্ত পাখির থেকে খাঁচাবন্দি পাখিরই উড়ার শখ বেশি!
(৭ অক্টোবর, ২০২৪; গাজা গণহত্যার ১ বছর স্মরণে)