শ্রাবণের এই দিনগুলিতে ফোটেনি কৃষ্ণচূড়া,
রাঙায়নি শাহবাগের বৃক্ষগুলি, ঝড়ে পড়েনি রাস্তায়।
তবুও আজ রাজপথ কৃষ্ণচূড়ার মত লাল—
‘রক্ত’ সেই রঙের উৎস,
আর উৎস আমার লাল পাঞ্জাবী,
তোমার লাল ওড়নাটা।

আজকাল প্রেমালাপ ছাপিয়ে
রাজনীতি হয়েছে আমাদের আলাপের বিষয়-
প্রয়োজন এখন সংলাপ এবং সমাধান।
ওরাও এখন সংলাপের কথা বলে,
সমাধানের কথা বলে,
আবার ওরাই আমাদের বুকে গুলি ছোঁড়ে!
হাজারটার বদলে আজ দাবী মোদের একটাই-
আর সেটা আদায়ে খোলা শুধু বিদ্রোহের পথ।

বিদ্রোহের রক্তিম ছায়ায় মিশেছি আজ,
এতদিন যে পথে দুজনে হেঁটেছি একা,
সে পথে আজ লক্ষ জনতা!

তোমার জন্য ফুল আনিনি প্রিয়,

নিয়ে আসিনি তোমার পছন্দের উপহার;

এনেছি- লাল সবুজের পতাকাটা।

গুলি চলুক, ছুঁড়ে মারুক টিয়ার শেল,
তবুও মোরা ফিরে আসবো বারে বার-
এই শাহবাগ, এই রাস্তায়,
বুকে বাচিয়ে রাখবো এই শোক;
আমি রাখবো তোমার হাতে হাত, চোখে চোখ,
দ্রোহের আগুন বুকে জ্বেলে বলবো—
স্বৈরাচারের পতন হোক!

(৩৫ জুলাই, ২০২৪ইং)