যদি একদিন না ছুই তোমাকে,
মনে হয় অযুত কোটি বছর পাইনি তোমাকে!
তৃষ্ণার পর তৃষ্ণা জমে মরুর অভিমান জমা হয়,
যে দিন একটি চুম্বন না পাই-
আমি অনন্ত বিষাদে ডুবে যাই।
একটি দিন যদি কাটে তোমায় না দেখে-
আমার ভেতর গ্রীষ্মের খরায় ফাটে!
এক অনন্ত প্রতীক্ষায় থাকার নেশা-এখন আমার রক্তে;
বৃস্টির অঝোর ধারায়, ঘন অন্ধকারে তোমারে দু অক্তে,
পাবার আকুতি আমার মস্তিষ্কের শিরায় শিরায়।
রাতের পর রাত নির্ঘুম কাটে নির্দিধায়,
তোমারে এক পলক দেখার আশায়।
নরম কাদার পরে তোমার দেহের গন্ধ,
মাধবীলতার মেদুর প্লাবনে শরীরে রচে বিচিত্র প্রবন্ধ!
উত্তাপ বাড়ে দেহের উষ্ণতায়,
গ্রাস করে সমস্ত চৈতন্য মাদকতায়।
তুমি জীবনের সার প্রিয় আমারি,
সেই অমৃত রস বারি!
সমস্ত ব্যাথার সমাপ্তি, জীবনের নব নব ছন্দ;
বিশাল চরাচরের আদি আনন্দ।
প্রিয় তুই বুঝি জীবনের সার,
জন্মে মৃত্যে খুজি যারে বার বার!