এতদিন পরে,
সে সোনার পরশ এসে লাগলো প্রানের অন্দরে!
ভেঙে গেছে মোহ নিদ্রা;
মাথা নত হয়ে আছে অটল বিন্দ্রা।
টুটে গেছে সব বাধ;
কেটে গেছে বহু বছরের জমা অবসাদ।
প্রানের অলিন্দে পাখির কলরব, কানন শোভিত ফুলে;
মরা মরুচরে,
সহসা জোয়ারে
ভাসালো আজ দুকুলে।

বদ্ধ হাওয়ার গুমোট কবাট রুদ্ধ ঘরে;
হটাৎ সেখানে দক্ষিন হাওয়া বয়ে যায় মৃদু মন্থরে-
মনের ভেতর -
কে দিল মন্তর?
হাজার পাষান গলে, রচে গেল ফুল ডালি;
চারদিকে হটাৎ বসন্ত পবন নব নব পল্লব কলি।
বিষাদ নগরী সেই বিকট বিষন্ন হুতাশন ;
কোন মায়া বলে সেথা হলো অমৃত বারি বর্ষণ!
জীবনের স্বাদ যেন বিচিত্র মায়ায় অপুর্ব প্রকাশ;
আমার হৃদয় নতুন আলোয় নতুন করে উদ্ভাস