মনে করো আজ থেকে ত্রিশ হাজার বছর পরে,
যদি আমার দেহাবশেষ খুজে পায় কেউ;
সেদিন কি সেখানে আমার চামড়ায় মিলবে তোমার স্পর্শ?
আচ্ছা আমার হৃদয় কি থাকবে দেহে?
কতটা আকুতি ছিল তা কি জানা যাবে হাড়ের কনা ঘসে?
তুমি যদি একটু বুঝতে, একটু সহায় হতে- কিম্বা-
আমরা যদি আরেকটু অন্য রকম হতাম,
এতটা আবেগ আর জেদ নাহলেই বোধ হয় ভালো ছিল!
অনন্ত নির্ভয়ে ত মনের কথাটা বলা যেত!
আমার আর জানাই হলো না কী হয়েছিল সেদিন।
ভালোবাসা কারে কয়?
আগলায় রাখা?
নাকি কারো কথায় না বলে হটাৎ চলে যাওয়া?
এতগুলো দিন কেটে গেলো!
কয়টা দিন আমরা হাতে হাত রেখে নির্ভার থেকেছি -
কয়েকটি মুহুর্ত?
কয়টা দিন আমার স্বপ্নে তুমি স্থির থেকেছো?
আমায় যদি ভালোই বাসো কথায় কথায় ফেলে যাও কেন?
আমার হৃদয় জমা পান্ডুলিপি খুজে ;
যদি দেখতে অনন্ত একটা দিন!
পৃথিবীর এই পথ হয়ত আমাদের হত অন্যরকম,
আরেক রকম!