ভালোভাসা কেমন? কতটা ভালোবাসি বোঝানো যাবেনা,
বোঝানো যাবেনা তোমারে নদির চরে খেলা করার স্বাদ!
তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে নদীর গভীরে
নামার দিন, লোনা জল বুকের ভেতর ঢেউতোলা উচ্ছ্বাসে;
এক রক্ত দেহের ভেতর বয়ে গেলো কত, নিশ্বাস ভারি হল
ছুতে পারার ইচ্ছে তাড়া করে সর্বক্ষণ; খুজে ফিরি উছিলা-
গায়ের ঘ্রাণ পাই, যদি যাই আরো কাছে, বেচে থাকার সে এক
সঞ্জীবনী সুধা করি পান। চিত্রার বুকে ভেসে প্রগাঢ় চুম্বন, -
দেহের ভেতর জমা হওয়া তৃষা, জুড়াবে তোমার আলিঙ্গণ!
তোমার সমস্ত অঙ্গের ছোয়ায় প্রাণ পাই অসার দেহে;
চিত্রার মতো আমিও তোমারে ভালোবেসেছি অনাদি কালের
প্রারম্ভ থেকে, অন্তিমেও তোমার সঙ্গসুধা আমার চাই।
রোজ তোমার স্পর্শ প্রসাদ পেতে কী উতালা হই তুমি জানো?