যদি ভালো না বাসো, তবু্ও আমি এ জন্ম তোমার প্রতীক্ষা করে যাবো,
যদি ঘৃণা করো, আমি নিরন্তর ভালোবাসবো,
যদি কাছে না আসো দূর থেকে চেয়ে দেখবো।
যদি আমার স্পর্শ অসহ্য লাগে, ক্ষমা করো;
আমি তোমাকে ভালোবাসি ,
আমার সব কিছুই দিয়েছিলাম তুমি বুঝলেও না!
আমি করুণা চাইনি ভালোবাসা চেয়েছিলাম;
করুণায় আমি ক্লান্ত!
তাও বুঝলে না!
কেনো কেউ বোঝে না?
পাওয়ার জন্যে অপেক্ষাই প্রেম!
আমি তোমাকে পাওয়ার যুদ্ধে তোমার সঙ্গ চেয়েছিলাম!
আমি ভাল সময়ের জন্য যুদ্ধ করিনি;
সময়কে ভালো করতে আমি নিরস্ত সংগ্রামে নেমেছি।
আমি তোমার সঙ্গ চেয়েছিলাম,
স্পর্শ নয়, হাত ধরতে গিয়েছিলাম!
যদি ভালবাসো, পাশে নয় সাথে থেকো।
যদি ভালোবাসো, আমার হাত দূটো শুধু একবার -
তোমার হাত দিয়ে শক্ত করে ধরো, শুধু একবার!
আমি সত্যিই অপেক্ষায় থাকবো?
তুমি ধরবে তো অন্তত একবার? কাল?
না হোক পরশু?
দেখো, আমি তোমার লাল ঠোঁটে চুমু নয়, -
একটা হাসি তুলে দেবো!