তবুও তোমাকে দেখি, বিষন্ন কুয়াশা ঢাকা,
অদ্ভুত শীতের সকালে!
মৃত্যুর মতো ধুপ   মন্থর জ্বলা আর নেভা;
পিপাষায় মরে পদ্মের গোলাপি বিভা!
নরম দেহের ঘ্রান রেখে-
কোন স্বাদ ওড়ে হোগলার পাতায়?
সোনালী রোদে তার চুল আজো চমক জাগায়।
গ্রীবার ঘ্রান লেগে আছে প্রানে,
যদি রেখে যাই অনাগত দিনের ছায়া?
মাধবীলতা সেও ছিল বুকের ঘ্রানে।
শরীরের ছেড়ে উঠে গেলে একবার-
দেহের ঘ্রান কী ঝেড়ে ফেলা যায়?
হাজার ক্রোশ হেটে তবু কি মেটে তৃষা?
বুকের ভেতর যদি থাকে এক নদী মরা বালির ক্ষরা!