তারপর আমিও একদিন বুড়ো হবো, পাগল হবো;
তখন এই বুনো মাঠ, দক্ষিণা বাতাস শুধুই আমার হবে!
নিস্তব্ধ রাতের মতো, জ্যোৎস্নায় পাহাড়ি ঝর্নার গায়ে-
বেচে রবো শীতের সোনালী রৌদ্রে সাদা ফুল হয়ে।
নরম নদীর খাজে কিংবা প্রেমের পাহাড় বেয়ে;
হয়ত ক্ষণিকের বিবর্ণতায় বুকের তৃষ্ণা যায় ক্ষয়ে।
মুহুর্তে জেগে ওঠে নিজের ছায়া মাটির ঘাসের ওপর,
শুন্য বিকাল আর সন্ধ্যার বিবর্ণ সময় তোমার আমার!

জীবন কখন বুঝি অগাধ অর্থ আর বুভুক্ষের ক্ষুধা পেটে-
দারুন অপেক্ষা ; দেহের শক্তি ক্ষয়ে আরেক দেহ গড়া!
মৃত্যুর মতো প্রেমের দ্রোহ  হৃদয়ের গহীন অন্ধকারে কাটে,-
পাওয়ার বাসনা বুকে কেটে যাওয়া চৈত্রের তৃষিত মাঠ ফাড়া।
তুমি যেন ক্ষনিকের পিপাসা কেটে জীবনের প্রবল অভাব,
আমার সকল রাগ, ক্রোধ আর অভিমানে ভরা তুমিই স্বভাব!