এ শহরের প্রতি গলি রাস্তায় আমি খুজি তোমায়,
খুজি এক নির্ভার প্রিয়ার নরম শিতল বুকে অগাধ প্রশান্তি।
খুজি সেই চোখ, দারুণ মায়ার কাজল লেগে আছে যেখানে-
আর একটি উষ্ণ ঠোঁট কামনায় লাল শিমুলের মতো!
নদীর বুকে এক বুক তৃষ্ণায় আমি একদিন মারা যাবো,
আমি একদিন মরে যাবো তোমার একটি চুম্বনের অভাবে।
একটি আলিঙ্গনের তৃষ্ণা নিয়ে হয়ত আমি চলে যাব;
মৃত্যুর নিকষ অন্ধকারে,
তবু আমি তোমারে ছেড়ে,
ধরণীর পরে থাকি কি করে?
কোথায় খুজিনি বলো? রোজ আমি তবু চেয়ে থাকি ;
তোমার আসার পথের পরে নিসঙ্গ চাতকের মতো।
প্রিয়া, ভালোবাসা ফুরালে জীবনের স্বাদও বুঝি ফুরায়!
তোমারে ভালোবেসেছি উন্মাদ প্রেমিকের মতো!
এমন বিরহ মাখা ফাগুন কেন আসে শিমুলের কালে?
সূর্যমুখী সেও গেছে অভিমানে ঝরে!
পলাশের অবির কী পুর্ণতা পায় তোমারে ছেড়ে?
প্রিয়া তুমি জেনো,
পৃথিবীর পরে আছি যতদিন তোমার চিহ্ন রবে বুকে।
যদি আর কোনদিন দেখা হয়, কিংবা না হয়,
তবুও আমার সমস্ত সুখে কিংবা দুখে;
শুধুই তোমার পূর্ণ অধিকার; আর-
তোমার বুকের গন্ধ শুধুই আমার, শুধুই আমার!