আজ কাল কেন জনি খালি খালি মন খারাপ হয়!
কারন ছাড়াই অভিমান হয় খুব;
বুকের ভেতরটা মুচড়ে উঠে যন্ত্রণা দেয় বেশ ;
বয়সের সাথে লোভ টাও বেড়েছে যেন।
কারো সঙ্গ পাবার;
কিংবা রাত দুপুরে একটু আদর!
অনেক বড় চাওয়া বৈকি?
তোমার অসীম মুল্যের কাছে,
আমার এই নগন্য প্রেম, খুব তুচ্ছ!
প্রতিদিনের আকুতি কতটা হেলায় সরিয়ে দাও-
রোজ আমার সেই একই কাসুন্দির গীত,
তোমার এখন গা সওয়া।
প্রত্যহ অপেক্ষায় থেকে থেকে যে আনন্দ পাই,
মুহুর্তেই তোমার জাগতিকতা সব ম্লান করে দেয়!
রোজ কত সযতনে হেলা সহে;
আমি অসাঢ় হয়ে যাচ্ছি দিন দিন।
শরীর মন খালি ভার হয়;
রেগে যাই অকারন!
গালি দেই, চিৎকার করি-
অসভ্য ইতরের মতো!
রাস্তা নোংরা মাটি খেয়ে ফেলি,
নিজের উপর প্রবল ঘৃনায়;
একটু তোমারে পাবার আশায়।
তুমি খুব যত্নবান, সাক্ষাৎ লক্ষী।
মুহুর্তে জলের বোতল বাড়িয়ে ধরো সামনে,
নাস্তার বিল, কিংবা টাকা ধার তুমি অবলীলায় দাও-
তোমার উদারতা আকাশের সমান।
তবু আমার পুড়ে যাওয়া হৃদয়,
ভেতর ক্ষয়ে যাওয়া আর্তনাদ, রুক্ষ্মতা-
তোমাকে টলাতে পারে না।
হাজার আকুতি নিস্ফল প্রার্থনা,
তোমাকে পাবার! একটু প্রান দায়ী স্পর্শ!
একটা ছোট চুম্বন কিংবা একটি আলিঙ্গন
হয়ত এই পৃথিবীতে আমার বেচে থাকার আরো এক কারন।