যখন প্রসঙ্গ তুমি;
আমার প্রতিটি লোম কুপে জমা হওয়া এক শিহরণ।
লাল চোখে সারারাত বিনিদ্র প্রতীক্ষায় থাকা এক নেশা,
পকেটে রাখা নিবিড় স্পর্শরের স্মৃতি!
যখন প্রসঙ্গ তুমি;
আমার সারা দেহে ঝড় তোলা এক মাতাল অনুভূতি ;
খোলা চুলে তোমার গ্রীবায় একটা চুম্বন!
দেহের কোনায় কোনায় লিখে দেয়া তোমার আমার নাম।
আদিম কথা; লজ্জা-নি:লজ্জার এক মাদকতা।
শরীর ছুয়ে ভেজা কোমল রসের স্বাদ!
প্রগাঢ় আলিঙ্গনে আবদ্ধ দুটি ঠোঁট ; দুটি শরীর।
প্রসঙ্গ যখন তুমি;
আমার শরীরের রেখে যাওয়া তোমার ঘাম;
নদীর অতলে নোঙর ফেলে সারাদিন শুয়ে থাকার নাম।
তুমি আমার হাসের ছানা, কোমল আদরে পালা,-
বিশাল আকাশ, বেড়াবার অসীম ঠিকানা,
প্রাচীন অশ্বত্থ; বিস্তীর্ণ ডালপালা।
প্রসঙ্গ যদি তুমি;-
আমার আহলাদ, মান-অভিমান, ঝগড়াঝাটি দুবেলা!
সারাদিন ধরে বকে যাওয়া অনর্গল,
দিনের শেষে তবু কত কথা বাকি অফুরান!
প্রসঙ্গ যদি হও তুমি,
তবে হে প্রিয়া, তুমিই আমার;
তোমার দেহের পঞ্চভূতে শুধু আমার অধিকার।
মন খারাপের দিনে এ বুকে ফিরে এসো বার বার,
প্রসঙ্গ যখন তুমি প্রিয়া আমার,
দুহাত বিছায় দাঁড়ায় রবো এ জনম ভর;
শুধু এসো বুকে আরো একটি বার।