অজ্ঞানী না হলে প্রেমের স্বাদ পাবে কেমনে তুমি?
সহজ না হলে প্রণয়ের ঘ্রাণ পাওয়া যায়?
শিশুর মতো নির্ভার হলে তবেই না বুকে পাবে নির্ভরতা!
তুমি কী প্রেম নদিতে ডুবেছো নির্দিধায়?
এত বৈসয়িক চিন্তায় ত প্রেম হয়না, ব্যাবসা হয়!
এত ভেবে মানুষ প্রেম করে কি করে?
কোনটা বারান্দা, কোনটা ঘর, কোথায় লাভ, কোথায় ক্ষতি!
এত হিসেব নিয়ে যারা প্রেমিকের বুকে প্রেমের গন্ধ খোজে ;
দিন শেষে তারাই পুরুষ পায়, প্রেমিক নয়।
সমস্ত ভালবাসার স্পর্শ কামনায় মেপে কোথায় পাবে প্রেম?
একবার ত হৃদয় ছুয়ে দেখলে না!
তুমি ত খুজলেই না প্রেমিক না পুরুষ।
সহজ লাভে প্রেমের মুল্য খুজে কে পায় কোন কালে?
'কামনার তোড়ে সমস্ত পুরুষ শরীর হাতড়ে ফেরে না!'
সমস্ত প্রেমিক প্রেয়সীরে ছুয়ে বিকৃত আনন্দ নেয় না!
প্রণয়ের শীতল ছায়া কিভাব পায় তবে?
প্রেয়সীর কোলে মুখ গুজে বুকের প্রগাঢ় ব্যাথা কিভাবে সয়, প্রেমিক?
প্রনয় কবে থেকে হলো প্রমোদ উদ্যান?
ঘর ফেলে বেড়াবার চারণ ভূমি?
কে জানে? অত বিচক্ষন ত নই;
হয়ত বোঝার ক্ষমতা আমার নাই!
তবে কারো চোখের মায়ায় জড়ালে
যদি হৃদয় মোচোড় না দেয় তাহলে তুমি প্রেমে পড়নি
সব ছোয়ায় কামনা খুজো না,
ভালবাসার ছোয়া, আশীর্বাদের ছোয়া তুমি পাবে কিভাবে?
তোমার চোখের দিকে তাকালে নিজেরে সামলে নিতে পারিনে!
সামলাতে চাইনে যে!
সমস্ত মান- অপমান নিমেশে ভুলে যাই অই চোখের চাওয়ায়;
শুধু শরীর নয়, আরো এক অদৃশ্য মায়ায়-
প্রেমিক মাথা রাখে প্রেয়সীর বুকের ভেতর;
পাওয়া না পাওয়ার হিসেব কসে প্রেম হয় না প্রিয়া আমার।
না পাই যদি তোমারে আমি হাজার বছর;
ভালোবেসে যাবো তবু্ও আমি লক্ষ বছর।