আজো রাত হয়, ভোর আসে, আমার প্রতীক্ষা বেড়ে যায়,
তোমার স্বযত্ন আলিঙ্গনের পিপাষা গাঢ় হয়!
তোমার কোমল বুকে কতদিন মাথা রাখা হয়নি;
কতদিন চোখের পানে অপলক চেয়ে থেকে হারাইনি,
আমার দেহ পুড়ে যায়, তোমার প্রেমের অপুর্ণতায়;
তোমার নদীতে জোয়ার আসে, বান ডাকে প্রগাঢ় নেশায়!
কতদিন অতৃপ্তি বুকে করে গিয়েছি ফিরে আমরা দুজন-
কোন এক অন্ধকার এসে জমা হয় দুরন্ত পাহাড় সমান।
কতদিন তোমার বাহুর, গ্রীবার ঘ্রাণ পাইনে আঘ্রাণে;
কতদিন সে অপার্থিব কালো চুল প্রানভরে দেখিনে!
বুকের শীতল ছায়া বিশাল শুন্যতায় খোজে তোমারে -
স্বর্গের দেবীর অপুর্ব কান্তি রূপ যেন তুমি পৃথিবীর পরে!
আমি দেখেছি তা, হৃদয়ের আকুল আকুতি নিয়ে, বিস্ময়ে;
তোমার মতো করে কে এমন মোহন মায়ায় নিয়েছে জড়ায়ে?
নদীর চরায় তোমার বিশাল অদ্ভুত সুন্দর জমিনে স্রোতসীনি;-
অনন্ত জন্ম যদি শুয়ে থাকি- জ্যোৎস্নায় জড়ায় তনুখানি!
তবু যেন আমি বুভুক্ষ ক্ষুদার্থ অনাদি আদিম অনুরাগের।
কতদিন শুধু একটু ছুয়েছি বাহানা কেবল এক ছলের;
কত কথা আসে মুখে; জমা আছে আরো বেশি এই বুকে-
এক পলকের দেখা পাই যদি বেড়ে যায় তৃষা, হৃদি ভরে সুখে।