একঝাক জোনাকির মতো আমিও নিভে যাবো চিরতরে;
এই নিয়ন আলোর শহরে!
সভ্যতার ঝিনুকের খোলের ভেতর,
একটি অনুরাগহীন বসন্তের বিকালে;
আমি হয়ত মুক্ত হবো তোমার সকল বন্ধন থেকে।
সেদিন প্রজাপতির রঙ, চোখের মনির মতো চাঁদ;
পানশে হবে।
জারুলের ফুল মরা ঘাসের নিচে পড়ে রবে;
অনাদরে!
সাহারার মরুর গভীর বুক চিরে,
জীবনের এই সব হটাৎ জেগে ওঠা আহল্লাদ কিংবা অভিমান- মাটি হবে।
পিরামিডের পাথরের খাজে জমা ফারাওয়ের প্রেম;
ধুসর পান্ডুলিপি করে আবাহন,
মৃতের কথা শুধু কল্প লোকের আখ্যান!
দূর কালপুরুষের দিকে চেয়ে থাকে হাজার বছর।
এই জীবন তবু যেন আকাঙ্খা করে সেই প্রেয়সীরে পাবার;
জোসনায় চাদের আলো কিংবা শিবসার বুকে
রচে যাওয়া প্রেম একদিন মুচে যাবে আধারের মতো -
নতুন দিনের আলোয়।
তবু আমি জানি দেহের-মনের এই নশ্বর মায়ায়,
জড়ানো প্রেম যেন মৃত্যুরে করে আলিঙ্গন-
নিশব্দে কুরে কুরে খায় প্রতিক্ষণ ;
একদিন চুপিসারে ; নির্জ্জন অন্ধকারে
বিশাল আকাশের নিচে তোমারে; মুক্ত করে লইবো বিদায়।