খুব ইচ্ছে করে আমরা দুজন হেটে যাই বহ পথ,
গায়ের গন্ধ লাল কৃষ্ণচূড়ার সাথে মিশে-
চন্দনের প্রলেপ আকুক ভালে;
স্পর্শ লাগুক আরো, ভিজুক শতদল নোনাজলে!
একটি চাঁদ জাগুক নীশিতে নিবিড় প্রণয় শেষে,
মাধবীলতার মতো করে নদীর জোয়ারে দেই সাথ।
দিন শেষে প্রণয় ভেসে যায় দাম্ভিক হিয়ায়;
পঞ্চসরে আহত হৃদয় বার বার হয় পরাজয়।
নীলাকাশ ভরে থাকে ঘন কালো মেঘে,
এত মান যার- সে গলে কোন অনুরাগে?
অজস্র অবহেলা আর বঞ্চনা নিয়ে,
কবে থেকে রুদ্রতাপি গেছি আমি হয়ে।
একটি অনুরাগ ভরা শীতল আলিঙ্গন আর -
প্রগাঢ় চুম্বন ; ধুয়ে মুছে দিত এ হৃদয়ের সমস্ত ভার।
চাতকের মতো চেয়ে চেয়ে হৃদয় শুকায়,
রুক্ষ মরুর মতো উষ্ণ -শীতলতা গিয়েছে হারায়!
বিশ্বাস করো তোমার অবহেলা আমাকে করেছে রাগী; রূঢ়,-
একটি কোমল কোল চেয়ে অজস্র কটাক্ষ; করেছে দৃঢ়!
আমার চোখের ভাষা ব্যার্থ হয়ে মুখের শব্দ হয়েছে কঠিন;-
ভালোবাসা খুজে ফিরে বাড়ায়েছি শুধু ঋণ।
নির্লিপ্ত ভাষার পাঠ খুজে কোন এক পুরাতন পান্ডুলিপির
জীর্ণ পাতা গেছে ছিড়ে, প্রেম যেন নেশা এক হৃদয় পোড়াবার।