একখন্ড মেঘের মতো আমি ঊড়ে যাই,
তোমারে বুকের উষ্ণ উদ্যানে ঝরে পড়ার আশায়!
দক্ষিনে বাতাস হয়ে ছুটে যাই-
শরীরের গন্ধ পাবার নেশায়!
তোমার চুলের সেই বুনো ঘ্রান পাবার জন্যে;
জড়ায় ধরতে চেয়েছি কতবার!
রাতের নিস্তব্ধতায় আমার বুকের ভেতর-
তোমারে পাবার যন্ত্রণায় ঝড় ওঠে।
কতকাল তোমার আলিঙ্গনের অভাবে,
ব্যাকুল থেকে ক্লান্ত আমি নিরবতায় ডুবে যাই।
তোমাকে অসহ্য অবাহনে মনে করি প্রিয়ে,
সে এক ব্যাকুল পিয়াষায় যাই মরে।
যে নদীর কুল গোলাপের পাপড়ি বাধানো,
অযুত পারিজাতের শুভ্রকান্ত স্নিগ্ধতায় ভরা,
কবে আমি ডুব দিয়েছি গহীন নদীর ভেতর।
স্রোতস্বিনী তোমার জোয়ারের ধারা নিত্য দেয় শীশ,
হৃদয় আমার জলহীন মরুর তৃষা বয় অহর্নিশ!