রাত নামে,  ভারি হয় হৃদয়;
যার সাথে থেকে চাদ হবার কথা ছিল;
আকাশের বুকে যেন সে এক খন্ড অমাবশ্যা!
আমিও হৃদয়ের ব্যাথা গোপন রেখে,
এক ফালি নক্ষত্রের মতো চুপিসারে এসে-
আরো কিছু জন্ম ধরে, পৃথিবীর নিস্তব্ধ আধারে
ফিরে; গোপনে তোমারে গভীরতম ভালোবেসে যাবো।