হয়ত তুমি প্রেমিকা নও-
নয়ত তার চেয়েও বেশি অন্য কিছু!
প্রেমিকের এমন দুর্বিষহ মুহুর্তে তুমি তবু নির্বিকার ;
নির্ভার-
পাষান পাহাড়ের মতো।
এমন ভরা বর্ষার আকুলতা, নির্জন গৃহের ব্যাকুলতা;
তোমায় ছোয় না তবু্ও?

তুমি থাকো দ্বিধার শিকল পা'য় সুউচ্চ অট্টলিকায়;
এখানে দুপুর গড়ায় সন্ধ্যা সমাগত প্রায়!
তুমি থাকো আরো সংযত,
আমি ক্রমাগত-
ভেঙে পড়ি বানের জলে; বালির বাধের মতো।

এখানে আমার হৃদয় দাহ হয়,
নিরাশায়-
তবু তুমি নির্বিকার চুপ রও!
হয়ত তুমি প্রেমিকা নও-
কিংবা তার চেয়ে বেশি,   এক দেব নারী!
কোন যোগ্যতা বলে আমি ছুতে পারি?

সমস্ত পৃথিবী আজ করুন বিবর্ণ,
হে প্রিয়, তুমি জানো!
কথার ত্রিশুল কেন তবে বার বার হানো?
যদি বল চলে যেতে,  যাবো চলে -
মেঘের আড়ালে!
নীলাভ মেঘের কিনার ধরে জন্ম-মৃত্যুর শেষ সীমায়;
সমস্ত অভিমান মুছে যাবে, তোমারে না পাওয়ায়।

জানি তুমি ঠিক প্রেয়সী নও,
দেবলোকে দিব্য সুর সুন্দরী কেও!
আমি চন্ডাল প্রেমিক,
হয়ত তারও অধিক!
তবু শুধু একবার তৃষ্ণার জল-
শুধু পিপাসার বারি,  দাও ভরি অঞ্চল।

ক্লান্ত দেহের ভার বহে হটাৎ, যদি যাই থেমে;
তৃষিত প্রেমে!
বার বার তোমার মুখখানি ভাসে চোখের সমুখে;
অজানা কোন এক অদ্ভুত সুখে!
আমি আর যদি না আসি ফিরে-
এইখানে চরাচরে!
আরো কিছুকাল আমি নশ্বর আত্মায়,
শরীর বিহীন রব;   তবুও খুজিব তোমায়!