কী গভীর উষ্ণতা রেখে যাও বারবার,
লাল ঠোঁট যেন ভরা মদিরা তোমার;
অতৃপ্ত আলিঙ্গন বাড়ায় পিয়াষা-
বুক ফাটে; শরীরে জাগে পান্ডুলিপিহীন ভাষা!
নরম দেহের পাশে জ্বলে পুড়ে খাক হই অবিরাম,-
মন্দাকিনী কি শুধু প্রবাহে ওই বৈকুণ্ঠধাম?
এত কাছে সে নদীর উচ্ছ্বল ধারা ফল্গুর মতো বহে সংগোপন;
দারুণ তৃষ্ণা নিয়ে চেয়ে থাকি আমরা দুজন!
কত কাছে পেলে, দেহের অনল শান্ত হয়?
কত পথ শেষ হয় একসাথে হেটে হেটে সন্ধ্যার কুয়াশায়!
তোমার একটি নিবিড় জড়ানো চুম্বন;
সোনালী দেহের গন্ধ শেষ হয়নাকো কোনদিন!
হৃদয়ে দাগ কাটে তোমার মাধবীলতার ঘ্রান।
গোলাপের পাপড়ি জড়ানো সর্বাঙ্গ,
অনাদির কোন হতে জাগায় অনঙ্গ;
দেহে আর মনে। অসীম নক্ষত্র ভরা আকাশের মতো,-
তুমি প্রণয়ের গোপন অভিধান।
জোসনার মতো প্রেম, যেন ঝরে সর্বক্ষণ!