মরে যেতে হয় বলে সব প্রান একদিন মরে যায়;
নচেৎ তোমারে ছেড়ে পৃথিবীর সব নেশা বিমর্ষ, বিস্বাদ!
তোমার উষ্ণ ঠোঁটে কতকাল চুম্বন আকিনি,
মনে হয় তোমাকে জড়িয়ে ধরার তৃষা,
সভ্যতার শুরু থেকে বয়ে চলেছি!
নিজেকে খুজে নিয়ে আবার তোমার নদীর কিনারে-
সেদিনের মতো,
দারুন মল্লিকের ঘাট, কিংবা বাধা ঘাটের মতো;
ভালোবাসবো।
সবুজ শাড়িতে জড়ানো সোনালী মাঠে;
ঘর্মাক্ত কৃষকের সংগমে নব নব প্রেমে-
আমি ফিরে আসবো পুরাতন জীর্ণ আসাঢ়তা ফেলে।
নিজের পুরাতন মলিন গ্লানি টুকু,
গভীর নির্জন বাসে শুদ্ধ করে নিয়ে যাবো ফিরে।
ঈগলের মতো পুনরজন্ম নিয়ে এসে তোমার অপেক্ষায়-
পিরামিড অথবা স্ফিংসের মতো হাজার বছর!
নীরব রহস্য বুকে চেয়ে রবো কালপুরুষের মিনার্ভার পানে।
তোমার বুকের একটু উষ্ণতার খোজে, আমি-
হাজার বার পুনর্জন্ম নেবো! সবুজ শাড়িতে জড়ানো -
সোনালি দেহের লাল ঠোঁটের পিপাষায়;
আমি সহস্র জনম বার বার ফিরে আসবো এ বসুধায়।