কোমল নক্ষত্র পুষেছি আকাশের বিশাল জমিনে,
গভীর রাতে হৃদয় ভার হয়, সে আসে মনে;
ভেসে যাই উদাস প্রেমের নিশুতি সন্ধ্যায় ;-
তোমার রঙিন ঠোঁট কামনায় লাল হয়।
সারারাত সারাদিন তোমার কন্ঠ শুনি যদি,
দেহের ঘ্রাণ ভেসে এসে মাতাল করে হৃদি;
শুধু ছুয়ে যাওয়া, শুধু ক্ষনিকের উষ্ণ আলিঙ্গন;
সুন্দর তুমি সুন্দর, পঞ্চবটী বনে সীতার সমান।
সভ্যতার শেষ সীমায় আমি তোমার প্রতীক্ষায়,
অনন্ত আকাঙখা নিয়ে নিশ্চল রবো দাঁড়ায়!
হৃদয়ের রক্তে বাধা রাধা তোমার চরণ দুখান,
বুকে দাও, দাও একে ঊষ্ণ ঠোঁটে প্রগাঢ় চুম্বন।
চাইতেই দিয়েছো তুমি অমৃত মেঘের ধারা ছড়ায়,
রুদ্র রৌদ্র তাপে রেখেছো শীতল আঁচল ছায়।
তোমারে জন্ম জন্মান্তরে খুজেছি, অনন্ত অপেক্ষায়,
মাস, দিন, বছর ; অতৃপ্ত তবু তৃষ্ণার্ত আমার হৃদয়।
রেখার কোমল ঢৌল তোমার সর্বাঙ্গ জুড়ে, বীণার তান,
ভার বহে কামনার অসীম সে পিপাষার গোপন গান।
লোপামুদ্রা, সাবিত্রী, সত্যবতী কিংবা যোজনগন্ধা;
বাসনায় প্লাবিত আমি ধুসর কুজ্ঝটিকায় নদীর বুকে,-
সিক্ত করি তোমারে পূর্ণ অবগাহি পার্থিব অনিন্দ্য সুখে।