প্রিয় নদী আমার,
মনের কোনে গেথে আছে সেই সব দিন আর,
দিগন্তের গায় লাল মেঘ তোমার ঠোঁটের মতো;
দারুণ মাতাল নেশার তৃষা ঢালে অবিরত।
বুকের উষ্ণতা হারায় শীতল মেঘের কোলে;
কতদিন তোমারে ছাড়া থাকি এই অবহেলে।
এসো প্রিয়া, এসো নদী আমার তৃষিত বক্ষে;-
এসো হৃদে, এসো পদ্ম বিকোশিত কুসুম বনে।
এসো সুখে এসো দুখে;-
এসো বিমর্ষ, এসো প্রফুল্ল আমোদিত মনে।
এত দ্বিধা কেনো প্রিয়ে, শুধু তোমারেই জানি!
রাত ভারি হয়, বড় একেলা লাগে এ বুক খানি।
এসো দহনে এসো সংগোপনে ব্যকুল আকুলে;
এসো সুন্দর, এসো হে কুসুম দলভার ঢলে ঢলে।