রাতের ঘন আধারে,
কে যেন দাঁড়ায় শিয়রে,
অস্পষ্ট নিরব নিথর;
চাহে বার বার!
সহসা হৃদয়ের ভার-
জানালো মন্থরে,
বসন্ত গিয়েছে বুঝি, চলে চুপিসারে।
ঝরা বকুলের সুভাস,
দিতেছে ভরায় বিষন্ন বসন্ত বাতাস;
কোথা থেকে এসে গভীর বিরহ রাগিনী,
কোকিলের সুমধুর স্বর ধরিছে টানি।
কচি কিশলয় কুড়ি-
থরে থরে পড়িছে ঝরি,
সমস্ত বনতল,
শান্ত শীতল ;
কেন যেন সাড়া ফেলে গেলো হটাৎ বিদায়ের,
কিসের হারানো ব্যাথা ভাটার মতো টান ফেলে হৃদয়ের।
আমি তবু প্রতীক্ষায় রবো,
নিভৃত সন্ধ্যার আধারে মেঠো পথে যাবো!
বাশের ঝাড়ে,
একদিন অন্ধকারে-
আবারো দেখা হবে;
আদিম অনুভবে, অথবা -
রুপালি জ্যোৎস্নায়,
শশ্মানের কোন ঘেসে দাঁড়ানো এক মন্দিরের কোনায়।