এ জন্মে তোমারে বঞ্চনার ঋণ লয়ে সাথে,
আমি বার বার ফিরে আসবো এই পৃথিবীর পথে;-
ধুলার ধরনীতে হবো একাকার।
সে ক্ষনে তুমি শাস্তি দিও অন্তত একবার!
যদি অজ্ঞাত বনে ফুটে থাকা কাটা হই,
জনম ভর খোপায় গুজে রেখ আমায়!
যদি হই বাবলার ফুল, ছিড়ে নিও দারুণ অবহেলায়;
তারপর কানে গুজে রেখে দিও শুধুই একটি প্রহর!
ধুলা ভরা পথ হই যদি! দারুণ দর্পে হেটে যেও,
কারণে অথবা অকারণে, খালি পায় আলতা রাঙিও।
নিশুতির নিসঙ্গতায় আমি যে গোপন ব্যাথা হয়েছি তোমার,
চাঁদ হয়ে ফিরে এসে সঙ্গ দেবো সমস্ত জীবন আমার।
সেবার আমি নদী হবো, তুমি হবে জল;
আমার শুন্য বুকে তৃষ্ণা ভরাবে একটি আষাঢ়ের ঢল!
চারদিকে চার চোখ নিয়ে খুজে নেবো তোমারে,
রুমালে রেখে যাওয়া তোমার প্রেমের নিশান ধরে ধরে।
এ জন্মের মতো রোজ আমি অপেক্ষায় রবো,
প্রত্যেক মুহুর্ত, প্রত্যেক ক্ষণ অস্থির হবো,-
অনাগত সমস্ত জন্ম ধরে! তোমারে খুজিবো কেওয়া বনে;
সুন্দরবনের সরু খাল ধরে ডিঙি নায়; কোন এক বৃষ্টির দিনে।
তারপর আবার তোমার দেহের ঘ্রাণ খুজে খুজে,
একদিন ঠিক আবার আসিবো ফিরে তোমারই কাছে।