আমি ত এমন করে ভালোবাসিনি,
তবে এমন করে কেন আমি চাই?
এ ত আমার চাওয়া নয়!
এ পাওয়া আমার না পাওয়ার থেকেও অধিক যন্ত্রণার-
আমি শীর উচু করে ভালবাসি ;
শীর উচু করে তোমার অর্ঘ পেতে চাই!
জানো তোমার ভেতর কি এক মায়া!
কী এক ছায়া আমাকে নিয়ে যায়-
সম্পুর্ন পৃথিবীর বিবস বাসনায়।
তোমারে পিষে ফেলে বুকের ভেতর, প্রেমের রস-
করি আস্বাদন!
গায়ের গন্ধটুকু রয়ে যাক -
ভোরের শেষ আধার মুছে যাক তোমার স্পর্শে,
কেন এমন পোড়ে হৃদয়?
মৃত্যুও তোমারে পাওয়ার কাছে তুচ্ছ মনে হয়!
ধীরে, রাতের আদ্রর্তা জমা হয় বুকের ভেতর-
আমার চরন চিহ্ন আকা প্রতি পদক্ষেপ,
মাটির পরে দাগ রেখে চলে যায়, অতি ধীরে-
একদিন মৃত্যুর পরে!
সব স্বাদ উবে যাবে ঘোর অন্ধকারে;
তখন আমারে তুমি করিও ক্ষমা।
আজ তবু দেহ আছে, চোখ আছে, আছে হৃদয়,
তোমারে পাওয়ার ইচ্ছে আছে, দারুণ ব্যাথায়!
তবু ও একদিন, পথ রবে, রবে অন্ধকার-
হটাৎ সহসা জোর করে কে ছোবে তোমার!
কত ব্যাথা দেই তাও জানি,
হয়ত অভিমান বুকে ঘৃণার পাত্র খানি তোমার গিয়েছে ভরি,
তবুও সমস্ত সত্যি শেষে তোমারেই খুজে ফিরি,
ভোরের কুয়াশার বুকে শিশিরে শিশিরে;-
যে দিন হারাবো আমি নিশির ভেতরে!
ভালবাসা বা না বাসার হিসেব হয়ত হবে না আর!
তবু কি পড়বে মনে অথবা রবো কি স্মরনে তোমার?