আমার কি চাই?
তুমি জানতে চেয়েছো আমি কী চাই?
সবুজশাড়ী আর কালো ব্লাঊজের লম্বা হাতায় ;
তোমাকে চাই আমি!
আমি তোমাকেই চাই খোলা চুলে।
আমায় একশো এক পদ্ম কিংবা;-
স্বর্গের পারিজাত,
কস্তুরি মৃগনাভী,
জ্যোৎস্না রাত, নদীর ভরা জোয়ার কিছুই -
দিতে বলিনি, শুধুই তোমাকেই চাই।

আমার বিষন্ন ভগ্ন মনের জন্যে ডাক্তার নয়!
আমার দেহের নিস্প্রান তেজহীনতায়-
ওষুধ না, তোমাকে চাই;
তোমার কোলে নির্ভার মাথা রাখতে চাই।
আমার অনিদ্রায় মাইলামের পাতায় নয়,
তোমার বুকের সরসিজ গন্ধে আমি ঘুমোতে চাই!
তোমাকে ছেড়ে রুপালি চাঁদ বিস্বাদ লাগে,
দক্ষিণা বাতাস লাগে নিরস ধুসর!

সব পৃথিবীর স্বাদ ভুলে এখন আমি নিরাসক্ত, নিস্পৃহ;
অস্থির,  অধৈর্য  অশান্ত,
পাগল্প্রায় উন্মাদ, উদ্ভ্রান্ত।
না কোন নিদান নেই এর-
এক মাত্র নিদান,-
আমার শুধুই তোমাকে চাই
সবুজ শাড়িতে,  কালো ব্লাঊজে ঢাকা দেহ;
লাল ঠোঁট আর আবীরে রাঙা কপালে -
আমি তোমাকেই চাই।
তোমার বাহুর নীবিড় ঊষ্ণ আলিঙ্গন আমি চাই,
পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমি তোমাকে চাই,
সবুজ শাড়ি আর কালো ব্লাঊজে -
আমি তোমাকেই চাই।