আজ খুব তো করছ অবহেলা আমায়,
আমার অফুরান সময়,আর নির্মম পরিহাস,
দারুণ লাগছে না,
এক ঘর ভাঙা ঘরণীর প্রতি নিদারুণ করুণা ।
ভাবছ , “তাও যদি হতো মেমবিবি,
ধবল চামড়া আর আজানুলম্বিত কেশদাম ,
ভেবে দেখতাম,
যায় কিনা দেয়া আমার বখাটে সময় ” ।

ছিলেম তো একা ,
লাজুক এক শ্যামবর্ণা,
ছিল বা নাহয় ভদ্রলোকের তকমা,
যেমন আমায় এখন দেখ , তেমনি ছিলাম
তারো আগে ।

এমন দিনও আসতে পারে ,
চাহিবে আমায়, একটু দেখা,
একটু কথা যদি হত--
দিনটা বুঝি ধন্য হত ।
সকলের চেয়ে সেজন দামি,
কি হয়াছে করিয়া কাচকে চর্চন ;
ভুলের আফসোসে করবে দিনাতিপাত ।

কারমা যদি করম হয়,
অচিরে সেদিন আসিবে ফিরিয়া ,
অতঃপর তার অপেক্ষায়....   ....
....   ....   .....




....  ....   ....
....   ....   .... । । ।