আমি তো এমন ছিলাম না,
এতটা রাগি, এতটা জেদি,
এতটা অভিমানী।
যেমন ছিলাম মায়ায় ভরা
তপিত রিক্ত ব্যথিত চাহনি।
ভালবাসার কাঙালি এক,
সর্বংসহা, কচিত পিয়াসি,
শুন্যহারা, অভিমানের রোহিণী।
মনটা ছিল আশায় আকুল,
ব্যথিত আকুল,
সুখের সংসারে,
পাছে লোকে কিছু বলে, হায়,
ভয়ে ক্ষণে ক্ষণে, মাটি চাপা সব সুখ,
আমি গুমড়িয়ে পড়ে রই।
হবে বুঝি একদিন হবে,
স্বপ্ন যা ছিল বড়ই আকুল।
মিলিল কোথা হায়,
স্বপ্নই যেন দুঃস্বপ্নএর ঘেরা তিমিরে,
কণ্টকিত জীবন আকুল,
নির্ভুল কোন ভুলে।
আমি বদলে গেছি তাই,
আমি বদলাতেই চাই,
এই বদলে যাওয়া বাস্তবতায়।