সেই তো আবার একলা
ঘুম ভেঙে একার সকাল
শূণ্য পাশবালিশ;
সেই আমার একার জীবন ,
হোস্টেল -মেসের ছন্নছাড়া রুটিন ।
একপিস পাউরুটি অথবা জিরো ব্রেকফাস্ট ।
শুধু ডিজলভড আছে কয়েকটি
ব্যর্থ প্রহসন ।
একলা ঘরের বদ্ধতায় মাঝে মাঝে
বড্ড ফাঁকা লাগে ।
এমন কি হবার ছিল ,
কে লিখিল নিয়তির এ পরিহাস ?
আমার ব্যর্থ জীবনে আরেকটি ব্যর্থতার উপন্যাস ?
মাঝে মাঝে একা থাকায় অভ্যস্ত হয়ে যাই,
মাঝে মাঝে বিপুল বিদ্রোহী ।
দ্রোহ-প্রেম-নারী-পুরুষ মিলমিশে একাকার,
কি চেয়েছিলাম, কি পেয়েছিলাম ?
ভালবাসতে বড্ড ইচ্ছে করে আবার,
বিপুল বিশ্বাসে কারো হাতে সঁপে দিতে
জীবনের যত ভার ।
চারিপাশে এত মানুষ,
কোথায় আমার সে জন,
আপনার চেয়ে আপন ।
একলা জীবন আমাার,
একলাই রয়ে যায়,
মাঝখানে কিছু ঝড়, সাইক্লোন , টর্নেডো ।
আমি একাই আছি,
আমার একেলা জীবনে ।।।