আমি সুখের আশায় গরল পান করিলাম,
আমি তো বিষে বিষে বিষাক্তই ছিলাম।
আবীর জীবনে রাঙে নি, তাই তো নীলক্ষেত,
নীলবর্ণ হয়ে নীলাদ্রির কাছে
ক্রন্দন ভিক্ষা করেছি।
কখনো আস্থা হারিয়েছে,
ছুটে গেছি, সাগর, বায়ু, বসন্ত, মৃত্তিকায় ,
নানা দেব দেবালয়ে, ইস্ট থেকে ওয়েস্টে।

কিন্ত ওই যে, বেদনা সে যে আমার নিরন্তর অচ্ছাদন।
কি সুখ, কি স্বাভাবিকতা,  সে কি আমার জন্যে ?
আমি ছুটে গেছি এ প্রান্তর থেকে অপান্তরে।
কিছুতেই মেলে নি নিস্তার, পরিত্রাণ,  অর্বাচীন।

আমার কি মুক্তি মিলবে কভু?