এখন আর মন বসে না ফেসবুকের পাতায়;
বারবার কারো প্রোফাইল উলটে-পালটে দেখতে;
বারবার কারো কথা ভাবতে,
মন বসে না রাতভর প্রেমালাপে;
কারো যান্ত্রিক পত্রের আশায়;
রাতের পর রাত জেগে থাকতে।
মন এখন কিছুতেই বসে না;
কফিশপের আড্ডা,
বা হঠাৎ কারো সাথে ঘুরতে যাওয়া।
ইচ্ছেটাও আমার হারিয়ে গেছে যেন।
সেই প্রেম, আবেগ, অনুভূতি, বা কষ্ট ।
এটা সময় তীব্র ইচ্ছে হত,
কাউকে ভালবাসতে;
যাকে বলে উজাড় করে দিতে।
খুব সাধ হত, কেউ পাগলের মত ভালবাসবে,
যাকে বলে ট্রু লাভ।
আজ একেবারেই ইচ্ছে নেই।
আশাও নেই ।
ছোট্ট এক জীবনে
এক বয়স্ক অভিজ্ঞতা ।
ভীষণ প্রাপ্তবয়স্ক আমি।
মাঝে মাঝে মনে হয়,
বুড়িয়ে গেছি,
মাঝে মাঝে জাাগে জীবন তরঙ্গে ঢেউ,
আবার ভাটার টানে সব হারিয়ে যায়,
রেখে যায় কিছু কাদামাটি দুঃস্মৃতি।
আজকাল আমি আর স্বপ্ন দেখি না,
যাকে বলে আকাশ-কুসুম ভাবনা,
তাও আর ভাবা হয় না।
আজ আমি বড্ড ব্যস্ত আমায় নিয়ে ,
বা হয়ত ব্যস্ত থাকার ভান ধরা।
প্রেম বলে কিছু নেই ,
সবটাই শুধু ‘হ্যাপি হরমোন’,
বিশ্বাস বলে কিছু নেই,
নেই পাগলের মত ভালবাসা।
ভালবাসা বলে কিছুই নেই,
সবটাই শুধু বহুগামিতা।
আজ আমি বুঝতে শিখেছি,
আমি শুধু আমাকেই ভালবেসেছি,
আমার ছায়ার কণামাত্র যার মাঝে দেখেছি;
তাকে ভালবাসার মিথ্যা ভান ধরেছি,
মিছেমিছি আঘাত পেয়েছি।
আমি শুধু আমাকেই ভালবেসে চেয়েছি।
আমাকে ভালবেসে , আমাকেই আঘাত করেছি,
কষ্ট দিয়েছি , কষ্ট পেয়েছি।
আজ আর কারোর অপেক্ষায় থাকি না,
কারো কাছে আঘাত পেয়ে,
কেঁদে কেটে আত্মাহুতি দিই না।
কারো প্রত্যাখ্যানে দ্বিগুণ রোষে
নিজেকে ঘৃনা করি না,
বা বারবার বিধাতাকে দুষি না ।
আজ আমি আমায় চিনছি,
আজ আমি আমায় গ্রহণ করেছি।