মন ভাল নেই, ভাল ছিলই বা কবে?
কত দিন গেল, মাস গেল, গেল বছর বছর ...
কত রোদন গেল, বিনোদনের সাধে,
স্বপ্ন গেল, দুঃস্বপ্ন হয়ে, তবু তো
সে বালিকা স্বপ্ন দেখা ছাড়েনি;
সে তো প্রত্যাখ্যাত হয়েছিল,
জীবনের পরতে পরতে,
তার অশ্রুজল ছিন্ন-বিচ্ছিন্ন
হয়ে মিশে আছে গঙ্গা- যমুনা- টেমসের
গভীরতম জলকণায়।
বালিকা মেঘবালিকা হটে ছেয়েছিল,
নীহারিকা নয়,
প্রথম জীবনে সে কবি হতে চেয়েছিল,
কৈশোরে পঙ্খ বিহীন পাখি,
পড়ন্ত কৈশোরে তিলোত্তমা চিত্রের চিত্রা,
যখন সে যুবতি,
সে হটে চেয়েছিল, প্রিয়তমা,
লক্ষকোটি মানব নয়, শুধু মাত্র একজনার;
জীবন যখন তাকে প্রতি পদে হারিয়েছে,
হার-না-মানা বালিকা তখন হারের হার গলায়
পরে, ত্যাগী হটে চেয়েছে,
জীবন তাকে এ পথেও বড্ড ঠকিয়েছে
কেননা, সে তো আর সকলের মত নয়কো,
হেসে খেলে শৈশবে, কৈশোরে, যৌবন পাড়ি
দিয়ে জীবন সায়াহ্নে চলে যাবে ।
আজ কত যুগ হয়ে গেছে,
বালিকা আজও বালিকাই হয়ে আছে,
আর সেই বালিকা হয়ে বেঁচে আছে
যুগে যুগে হার-না-মানা বালিকাদের মাঝে ,
হয়তো আমাদেরই আশে পাশে জলা-জঙ্গলার কোন কোণে ।