একদিন ভুলে যাবে পৃথিবী আমায়,
আমার আমি নামে কেউ একজন ছিলাম।
ছোট্ট ছোট্ট পায়ে ঘরময় ঘুরতাম,
মায়ের কন্যা, বাবার রাজকন্যা--
একদিন বড় হল, আশায় রইলো
আসবে কবে রাজপুত্র?
সকল আশায় মরল পচে
আকালের সন্ধানে ।
পৃথিবী জানবে না , আমারও
কিছু আশা ছিল, খুব ছোট্ট
শৈশবের ছোট্ট হাতের মত।
দোষ কিই বা ছিল আর
সবই ভাগ্যের পরিহাস।
আমার জন্যে কাঁদবে না কেউই
আজও কাঁদে না, কখনো কাঁদে নি ।
আমি মহাকালের চির নামহীন প্রাণী ,
বৃথাই নামটা রাখা হয়েছিল বুঝি ।
আমি সেই শত সহস্র বছরের
সেই অভাগিনি,
গ্রীক ট্র্যাজেডির হিরণ্ময় নায়িকা ।
ভাগ্যের হাতে বন্দিনী ।
অতপর, আফসোস থাকবে না কোন,
আজও কেউ নেই, কালও কেউ ছিল না
ওপারে ভাসালে জীবনতরী
আসবে যাবে কারই বা কি ?
ঋণ নেই কোন, কারো কাছে কিছু ।