অনেক বেশিই ভালবেসেছিলাম,
আমার ভালবাসার দাম টা হয়ত
দেবে ভেবেছিলাম, এত করেও
এই দাম পেলাম,বিষাক্ত
পরকিয়া প্রেমে প্রতিদান।
খুব জানতে ইচ্ছে করে,
আমায় ছাড়া কাকে তুমি বাসবে এত ভাল?
কার গলাতে সুখের মালা
পরাবে সযতনে, আমি কিই বা
দিইনি তোমায় শ্রমে, প্রেমে, ঘামে।
সত্যি বলছি, এখনো জাগে ভালবাসার সাধ,
তোমার আমার - আমার তোমার উত্তরসূরি অগাধ।
ভুল তোমারি,আমার ছিল না,
শোধরাবে না আমার বেলায়,হয়ত
পরে কারো বেলায়।
সর্ব পাপে পাপী আমি,
হলাম জগত মাঝে,
কেউ না জানুক, সে তো জানে,
আমার কি পাপ,কি নিষ্পাপ।
এলেই যদি যাবে চলে,
জীবন নিয়ে করে খেলা।
বিষ মাখা বাসর ঘরে।