ভয়ানক এ রাতের নির্জনতা
বাড়িয়ে তোলে নিঃসঙ্গতা,
চেনা মুখের অভ্যাসে , ভীষণ একা লাগা,
পড়ন্ত যৌবনের মতো---
সধবার বিধবা যাপন,
নিয়তির কি অপলাপ ।
ব্যথা যন্ত্রণা ---সব বুঝি একারই,
অভ্যেস যা কিছু, আহার- নিদ্রা-বসবাস ।
মিথ্যা কি সব -- প্রেম , বিয়ে, সংসার ?
মানবের মনে মানবতা কই ?
মিথ্যা কথার সংসারে,
ছলনার ধুম্রজালে,
আঘাত আঘাতে তিক্ত --
তবু সেই নিরঞ্জন অভ্যাস ।
একলা জীবন আবার আগের ছকে ফেরা
ভুলে ভুলে কেটে যাওয়া
কিছু দিন আর মাস
তবু সেই অভ্যাস ।
ঘর ভরা স্মৃতি আর দুঃসহ
প্রাণ জ্বালা -- অপমান না অভিমান
না নির্যাতন ?