পৃথিবীটা ঠিক যতটা জনাকীর্ণ
আমি ঠিক তততাই নিঃসঙ্গ ।
ঘর বাঁধলাম আমি মরণকে
সঙ্গী করে । জন্মই আমার আজন্ম পাপ ।
কি সুখেরও লাগি বাঁধিলাম
এমন ঘর-ভাঙ্গা -ঘর
সংসার করার সাধ সব ঘুচে গেল
নিত্য বেদন প্রহারে ।
হায়, এই বুঝি বিধির বিধান?
হৃদয়ের সব কুল ভেঙ্গে গেছে
বাঁধ ভাঙ্গা বাণে
সকল আকুল আর্তি আমার।
অভিযোগ নেই মোর , কারো প্রতি
না তোমার, না তোমার প্রিয়জনের ।
নিয়তি আমায় করেছে পরিহাস ।