বিষাক্ত রাত্রির দুর্মর ঝড় শেষে
মরুবুকে বুঝি শীতলতা নামে ।
প্রবল অগ্নুৎপাত শেষে
বরিষের ধারা বহে-- হিমের কুয়াস শেষে
রবিকিরণের ঔজ্জ্বল্যে

শান্তি আমার এলো না কভু,
প্রলয়ঙ্করী ঝড়ের শেষে ।
কি আশে বাঁধি ফুলবন ,
কণ্টকশয্যায় শোভিত ।
সুখের আশা দিনের শেষে ,
ভাঙে সততবার ,আমার হরির লুট সংসার ।

দিন যায়, মাস যায়
মেটে না সুখের আশা, বিষের বাসায়
নিখোঁজ ভালবাসা ।।
এক জীবনের যত দুঃখ
সব বুঝি আমাকে দিয়ে,
এক পৃথিবীর সব কান্না
আমাকে কাঁদায়ে ,
যন্ত্রণার অন্তিম সংস্কার আমারে সাধিয়ে ,
কি লাভ পেলে
বলো তুমি বলো মোর ভগবান ।

কুরাত্রির অভিশাপ কেটেও বুঝি কাটেনি আর
বৃথা সংগ্রামে বেঁচে থাকবার আহ্বান ।
সান্ত্বনা দেবার নেই কেউ,
নেই সোহাগী সাধনার ।


নির্জন রাতে আমার মৌনতার আহ্বান ,
রঙ্গমঞ্চে শেষমেশ---- চরিত্রহীন চরিত্র সাজিবার ।