সোনার খাঁচায় রেখেছিলাম সোনার ময়নারে,
আদর দিয়ে ভালবাসায় প্রিয় থেকেও প্রিয়রে।
শ্মশান ঘরে বাসর সুখে
বেঁধেছিলাম তাসের ঘর
পর্ণকুটিরে স্বর্ণ মুড়ে
খুঁজেছিলাম ভালবাসা ।
শখের শঙ্খ প্রতিবিম্বিত হয়
ক্রন্দন ধ্বনির অন্তরালে ।
লালা আলতা না শুকোতেই বিবর্ণ
হাতের কালো রেখা ,
রক্তে রক্তে একাকার ।
দুর্মর প্রাণ ক্ষণিক তৃষিতে
রোদনহীন বসন্তের অপলাপ ।
বসন্ত তুমি এসেছ জীবনে
বসন্ত মহামারি হয়ে ।
সোনার মন্দিরা ভেঙ্গে টুকরো টুকরো
আজ নির্মাণ করেছি জতুগৃহ ।
বড় সাধের গড়া আমার সোনার খাঁচা ,
ময়না পাখির বাসা ।