হে নিঃসঙ্গতা , তোমাকেই বলছি,
নির্জনতার নির্মম নিঃশ্বাসে
কত স্বপ্নের সহমরণ দেখেছি।
একাকীত্বের নির্মেদ মাংসপেশীকে
বলেছি, কবিতারা আমায় ছেড়ে
গেছে; বহু আগেই। তন্দ্রা কেড়ে,
ভেঙে চুরে চুরমার করে
হত্যা করেছে আমার আমিকে ।
কবিতা লেখার কমলা দুপুরকে ।
আমি প্রতিশোধ নিইনি বা নিতে পারিনি ,
বার বার ভুল বুঝিয়েছি কঙ্কালসার বাসনাকে ;
নরক হতে বিদায় নেব বলে ।
মৃত্যুরে করেছি আলিঙ্গন,
বুঝি মরণ-ও আমায় একা
করে ফেলে গেছে - নিঃসঙ্গতার নির্বাসনে ।
বেদনার সাথে আমার সহবাস,
আমরণ কোন ম্যারাথন দৌড়ে ,
আমি কাঁদতে ভুলে গেছি, অশ্রু?
সে তো আমার অঙ্গভূষণ ;
নির্জনতা আমায় গ্রাস করেছে
অদ্ভুত কাব্যিক আবেশে,
আমি ছন্দ ভুলেছি, প্রেম হারিয়েছি,
ব্যথা সহেছি, নিঃসঙ্গতা
আমায় শিখিয়েছে অদ্ভুত মৌনতা ।